তোমাকে দেখলেই –
বুকের মধ্যে দুলে উঠে একমুঠো সোনালী ঘাস;
মোজার্টের সুরে সুরে ভাললাগার কাঁথা সেলাই
মুহূর্তেই কয়েদির মিলে যাওয়া গোটা আকাশ।
তোমাকে দেখলেই –
নিযুত-কোটি স্বপ্ন জোড়া লেগে অনাগত দিনের রচনা
মধ্য রাতে সুন্দর কোন স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর
বুকের কোথাও টুপটাপ ভাললাগার বৃষ্টিপাত।


পতঙ্গ ঝাঁক বেঁধে আত্মহনন করে কিসের আশায়
খুব ছোটবেলায় তা নিয়ে গবেষণায় মেতেছিলাম।
কখন যে দু’একটা পতঙ্গ আমার বুকে বাসা বেঁধে নিয়েছিল – টেরও পাই নি।
আজ এত বছর পর আমিও যে পতঙ্গ হতে পারি
পতঙ্গের মতো ভালবাসতে পারি –
তা জানলাম তোমাকে ভালোবেসে।


তোমাকে দেখলেই –
চারপাশের সমস্ত কোলাহল - মুহূর্তেই মিলিয়ে যাওয়া
পৃথিবীর সব ঘড়িগুলো - একসাথে থেমে যাওয়া
আকাশ চেড়া রঙধনু বৃষ্টিতে - অবিরাম ভিজতে থাকা।


এই মুহূর্তে তোমাকে কী যে ভালো লাগছে লিয়ানা ।
তোমার চোখে পূর্ণিমা
তোমার চোখে সূর্য
তোমার চোখে রোদ্র ঝলমলে আকাশ।


এই মুহূর্তে তোমার জন্য এক লক্ষবার মরতে পারি আমি।