দু'দিনের অতিথি আমি
     দু'দিনের তরে বসবাস,
দু'দিনই হৃদয়ের নাথ
     দু'দিনের হীনে নবঘাস।


দু’দিন হেঁটেছি কারো পথে
     দু'দিন হয়েছি সজ্জাসাথী,
দু’দিন তুলেছি বীণায় সুর
     আমি তবে দু'দিনের সারথি।।


কেহ করিয়াছে খরিদের ধন
     দু’দিন পুষিয়াছে যতনে,
কেহ ভাবিয়া মোরে পথহারা  
     ভেসেছে তপ্তশ্বাসে গোপনে।


কারো তরে সুরের পাখি
     কেঁদেছে মোর সুর লয়ে,
ভিখারী ভেবে আছে কেহ
     দু-মুঠো দানে অমর হয়ে।


কারো বাগিচায় জল ঢালি
     দু’দিন সেজেছি বনমালী,
কারো বুকের মানিক হয়ে
     দু’দিন বাদে করেছি খালি।


নবীন মাঝির পংখী নায়ে
     খেলেছে কেহ নব জলে,
কারো সাধের ধান্য তরী
     ডুবায়েছি আমি অতলে।।


আমি,
কারো তরে বিষের কাটা
     পড়েছি কারো নয়নাড়ালে,
চোখাচোখি হাস্য কথন
     দু’দিন বাদে সবে ভুলে।


কারো নজরে বড় দোষী
     আমি দু'দিনের জ্বালাতন,
কারো হৃদয়ে রক্তক্ষরণ
     দু’দিন কারো আপজন।


জানি এই সব চক্ষু মায়া
     কি হবে এই তুচ্ছ লয়ে,
দু’দিনের অভাবে সবে
     করিবে পূরণ ভিন্ন দিয়ে।


মুছে যাবে বাণী আমার
     অচিন হবে সাথের সাথী,
এইতো দু'দিন বেশ কেটেছে
     আমি তবে দু'দিনের সারথি।।


২১শে আশ্বিন ১৪২৬, ঢাকা।