গুড় গুড় গুড় মেঘ ডেকেছে বিজলী চমক বার।
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে হয় না খতম আর।।
চতুরদিকে কালির ঘাটা দমকা হাওয়া তার।
গাছপালা আর ঘর ভেঙ্গেছে দুঃখ হাহাকার।।


সারাটা রাত চলছে এমন কখন হবে ভোর।
বনের পাখি নাইতো বনে তাই করেনা শোর।।
কতক গেছে বন ছাড়িয়া কতক ভূবন পার।
সাঙ্গ তাদের জীবন লীলা তাই মেনেছে হার।।


মাঠের পানি এই ছটেছে গাঁয়ের পানিও তাই।
বিলের মাঝে সব এসেছে জায়গা কিছুই নাই।।  
তাইতো এবার জলের রাশি গাঁয়ের পানে ধায়।
জমছে কোথাও কোমর পানি কোথাও হাঁটু হায়।।


সবখানেতে বান ডেকেছে জলের রাশি দূর।
গ্রামগুলিতে মহামারী শুধুই করুণ সুর।।
মানুষ পশুর সমান ব্যাথা সমান চোখের জল।
চোখের পানি বর্ষা পানি বয়ছে ধরার তল।।