বাংলায় গান গাহিয়াছ তুমি মধু মাখা তার সুর।
পবণ ভেলায় এসেছে হেথা শুনি তাই সুমধুর।।
কণ্ঠ যেন ককিলের তান রাখালি বাঁশীর সুর।
হৃদয়ে আমার বেজেছে মাদল শুনি তাই বহুদূর।।
বাংলার মুখ দেখিয়াছ তুমি তোমার নয়নে তাই।
দেখিতেছি বারে তোমার নয়ন বাংলা দেখিতে পাই।।
বাংলায় তুমি হেসেছ সদা তোমার হাসি যে তাই।
আমার কানে লেগেছে মধুর বাংলা শুনিতে পাই।।
তোমারে দেখিতো বাংলা আমায় হৃদয়ে জাগায় দোল।
শয়নে স্বপনে সেই মমতার বাংলা মায়ের কোল।।