হঠাৎ করে দেখতে পেলাম কাহার দুটি চোখ।
ইশারাতে বললো ওধার এধার অনেক লোক।।
ওধার গিয়ে দেখতে পেলাম হাসি ভরা মুখ।
হৃদয় মাঝে বয়ছে তুফান দুখ বলি না সুখ।।


পাপড়ি গোলাপ ঠোঁট দুটিতে কাঁপন দেখি তার।
গলা হতে বক্ষ দেশে মহুয়া মতির হার।।
ঘন কালো দীঘল কেশে পবন করে মিত।
হয়ত বা তার ভালোবাসা যুগান্তরের প্রীত।।


কাজল কালো নয়না তাহার মায়ার হরিণ বেশ।
রাতের ভেজা কুয়াশ জলে রয়ে গেছে রেশ।।
খোশবু আতর কি জানি কি মেহেক বদন তার।
মাতাল যেন চোখের নেশা রুপের অহংকার।।


হাত বাড়াতে স্পর্শ কাতর ধরবে মোরা হাত।
এমন সময় চোখ খুলেছে দেখি গহীন রাত।।
আসলে নয় এইতো আমার স্বপ্নে দেখা ভুল।
তার মানে এই বয়স মোরা বসন্ত ভরা ফুল।।