কি জানি কি কিসের তরে অপেক্ষাতে দিন।
উপছে পড়া উজান নদী চলে এখন ক্ষীণ।।
লাভের হিসাব শুধুই অমিল, হয়ে গেছে ঋণ।
দিনের আলো হারিয়ে গেছে আঁধার বাজায় বীণ।।


যারা ছিল আপন সাথী তারা অনেক দুর।
তিমির রাতে হাওয়ায় ভাসে দুখ বিরহের সুর।।
স্বপ্ন দেখার স্বপ্ন গুলি ভেঙ্গে হলো চুর।
চক্ষু মেলে হয়নি দেখা ফুল পরী বা হুর।।


চলছি তবে কোন ঠিকানায় চলার দিশা নাই।
পাথর গিরি সামনে দেখি সাহস কোথায় পাই।।
চাঁদনী রাতের চাঁদের আলো, চলায় হোঁচট খাই।
ব্যাথায় বদন বিষের ছোবল পরাণ বুঝি যায়।।


রোজ সকালে পথের ধারে দেখি নানা ফুল।
হাওয়ার সনে খুব মিতালী হেসে না পাই কুল।।
এমনি জানি কোন সুদুরে আমার শুধুই ভুল।
খুজে ফিরি কোন সে কারণ সর্বনাশের মুল।।