চোখের জলে শুনাই এবার পরদেশীদের ঈদ।
এপাশ ওপাশ রাত্রি কাটে হয়না তবে নীদ।।
ঘড়ির কাঁটা টিকটিকিয়ে ঘণ্টা করে শোর।
চোখের জলে বুক ভেসে যায় হয়না তবু ভোর।।


আম্মা বাবা ভাই ভগিনি প্রিয় সবার মুখ।
মানস পটে সকল ভাসে, হারিয়ে গেছে সুখ।।
ছোট বেলার খেলার সাথী গাঁয়ের ছেলের দল।
ভাবতে গেলে দুখের সাগর চোখে আসে জল।।


সকাল হল গোসল শেষে সুরমা আতর কই।
একলা ঘরে মন বসে না ভেবেই নিরাশ হই।।
খেজুর সিমাই সবই আছে আপন পরশ নাই।
কাগজ ফুলে সাজাই কুঠি গন্ধ কোথায় পাই।।


নামাজ শেষে গলায় মিলন আপন আবেশ নাই।।
শ্বান্তনা তাই আমরা সবাই মুসলমানি ভাই।।
একলা পথে চলতে দেখি কত আপন দল।
রঙ্গ বেরঙ্গের পোষাক সাজি আনান্দরি ঢল।।


হৃদয় মাঝে কল্পলোকে শতেক বুনি জাল।
সাগর বুকে অনেক দুরে নায়ে তুলি পাল।।
পর দেশে ঈদ এটাই শুধু আগামীটা ঘর।
বছর ঘুরে আবার সে ঈদ যুগে যুগান্তর।।