চাকিদিকে পটকা আওয়াজ কাল সকালে ঈদ।
বাচ্চা জোয়ান ছেলে বুড়ার কোথায় গেছে নীদ।।
নতুন কাপড় নতুন জুতা খোশবু আঁতর গায়।
পড়বে নামাজ ঈদের মাঠে খুশীর সীমা নাই।।


আপন স্বজন কোথায় তারা আমার হতে দূর।
খুশীর বাঁশী বাজে তবু শুনি করুণ সুর।।
ঈদ সকালে খুব বিহানে বিলের জলে স্নান।
সকল স্মৃতি কালের স্রোতে দূর সুদূরে ম্লান।।


সকাল হল একলা ঘরে জিনিষ থরে থর।
সকল আছে লাইন বেঁধে একলা আমি ঘর।।
গোসল হল পরবো কাপড় আপন পরশ নাই।
চোখের পানি লুকাই শুধু বলার কিছুই নাই।।


মিষ্টি সেমাই খেজুর আছে মায়ের হাতের নাই।
ব্যাথার তরে বুক ভেঙ্গে যায় স্নেহ কোথায় পাই।।
পায়ে পায়ে ঈদের মাঠে আপন আপন জন।
হাতে হাতে হাত ধরেছে খুশী ভরা মন।।


নামাজ হলে ঈদের মিলন মিলবো কারে তাই।
এধার ওধার চোখ ফিরে যায় আপন কেহই নাই।।
স্মৃতির পাতায় অনেক মানুষ অনেক আপন জন।
আজকে আমি অনেক দূরে হারিয়ে গেছে ক্ষণ।।