নজর চলে দূর বহুদূর হাজার লোকের ভিড়।
ঈদের খুশীর জোয়ার চলে আমার চোখে নীর।।
নতুন কাপড় নতুন টুপী রঙ্গের সীমা নাই।
আমিও আছি তাদের দলে দুঃখ তবুও পাই।।


সেই সকালে ঈদের মাঠে আল্লাহ নামের সুর।
পড়বো নামাজ কেমনে জানি হৃদয় গেছে দূর।।
আপন মনে জামায়াত মাঝে দাঁড়িয়ে শুধু তাই।
কোন সে ভুলে আপন কেহ আমার মাঝে নাই।।


গলায় গলায় মধুর মিলন সবাই মুসলমান।
হাজার খুশীর মাঝেও তবু কাঁদে আমার প্রাণ।।
ফিরতে পথে “ঈদ মুবারক” শুনি নানান সুর।
চোখের কোনে জলের ফোটা বেদনায় বিধুর।।


কুরবানি তো আল্লাহ আদেশ পূরণ হওয়া চাই।
তাই করেছি আদেশ পালন কবুল কর সাঁই।।
দোয়া তবে সবার তরে ঈদের খুশীর দিন।
সব পরিবার এক সাথে হয় বাজে খুশীর বীণ।।