উঠায় বসায় পাগল বলে আমায় কত লোক।
কেউ জানে না কেন এমন কাহার হরিণ চোখ।।
কাজল আঁকা ডাগর চোখে মায়া জাদুর বান।
পরীর রাণী কুসুম বাগে প্রভাত বেলার তান।।


ঠোঁটে তাহার পাপড়ি গোলাপ, পরাগ যেমন গাল।
চলায় তাহার নৃত্য আবেশ নয়ন হরি চাল।।
ঢেউ খেলে যায় পাগলা পবন দীঘল কালো কেশ।
ওড়নী উড়ে তাহার সাথে স্বপ্ন জাদুর দেশ।।


ঝনক ঝনক বাজে পায়েল খনকে চুড়ির সুর।
প্রভাত বেলার ঠুংরি গজল বাজে কোথাও দূর।।
তাহাই শুনি দিবস নিশি লোকে তাহার নয়।
কেমনে জানি গাঁও দুলারী মন করেছে জয়।।