ছায়া ঘেরা গ্রামখানি মোর পাশে তাহার বিল।
জানিনা তা কবে কখন গড়ছে তাদের মিল।।
লোকে বলে শুনি শুনাই অনেক পুরান দিন।
বিলের ছিলো ক্ষুরো ধারা বয়ছে এখন ক্ষীণ।


গাছে ডালে পাখীর বাসা তাদের গানের সুর।
বিহান বেলায় মুক্ত হাওয়া চলে অনেক দুর।।
প্রভাত রবির প্রথম কিরণ বিলের হাটু জল।
ঢেউয়ের সাথে মিশে অরুপ করে ঝলোমল।।


চম্পা বেলি জুঁই চামেলি অনেক নামের ফুল।
সকাল সাঁঝে সুবাস বিলায় বিলের দু’টি কুল।।
শাপলা শালুক পদ্ম কমল বিলের মাঝে জল।
হাওয়ার সনে দোলায় মাথা তারা দলে দল।।


বিলের পাড়ে মেঠো পথ আর তাহার আগে মাঠ।
শস্য শ্যামল সারি সারি ধান কাউন আর পাট।।
সকাল দুপুর কর্মশালায় সবাই সবার কাজ।
সন্ধ্যা হলে গল্প পালার সবাই মহারাজ।।


মায়ার আঁচল প্রেম বাঁধনে গাঁ ও বিলের ঠাঁই।
অনেক কিছু দেখছি তবে এমন প্রেম আর নাই।।
হর ঘড়ি গো করছি দোয়া স্মরণ কালের দিন।
এমনি চলে প্রেমের বাঁধন বাজে খুশীর বীণ।।