সকাল থেকেই মেঘের ছানা
চলছে অবিরাম।
জমাট বেঁধে জোয়ান তারা
কালি ঘাটার নাম।।


শন শনিয়ে হাওয়া চলে
চলে কোথায় দুর।
বাঁশের পাতা বাজায় বাঁশী
বাজে করুণ সুর।।


হঠাৎ শুনি গুড়ুম গাড়ুম
ঈশান কোণে শোর।
উড়ছে মাটি ঘুরছে পাতা
চতুর দিকে ঘোর।।


মাঠের কৃষাণ ঘরের পাণে
গরু ছাগল পাল।
ভাংছে সকল গাছপালা আর
উড়ছে ঘরের চাল।।


নদীর বুকে উতাল পাতাল
কিনার ভাঙ্গে ঢেউ।
মাল্লা মাঝী তাহার খবর
তা জানেনা কেউ।।


কাহার ব্যাথা কে শুনে হায়
হাওয়ায় ভেসে দুর।
সকল খানেই মৃত্যু প্রলয়
কান্নাকাটির সুর।।


গাছের ডালে পাখীর বাসা
গাছের খবর নাই।
ডাল পালা তার গেছে ভঙ্গে
মৃত্যু প্রহর হায়।।


এমনি চলে বছর বছর
কালবৈশাখীর ঝড়।
স্বপ্ন জালে বাঁধা তবু
সব মানুষের ঘর।।