তুমি কাহার প্রতিচ্ছবি কাহার আসল রুপ।
শ্বেত পাথরে মুর্তি গড়া তাই বলে কি চুপ।।
মুখটা যেন আলতা জলে ধুইয়ে শতেকবার।
গোলাপ রঙ্গে মিশে গেছে রঙধনুকের হার।।


নেয়না তোমার কাজল আঁকা কথার কথা নয়।
সত্যি বলি কল্পলোকের রাজ্য তোমার জয়।।
বিন্দিয়াতে তিলক তোমার রুপের আমেজ বেশ।
তাহার সাথে নাইবা বলি মাথার দীঘল কেশ।।


লাল মেহদি নক্সা হাতে চুড়ির খনক সুর।
ওড়নি তোমার হাওয়ায় ভাসে মেঘের সনে দূর।।
আলতা পায়ে পায়েল বাজে ঝনক মধুর তান।
মন ময়ূরী খুলছে পেখম কোকিল তাহার গান।।


ঠোঁটের সাথে পাপড়ি গোলাপ হুরের আলোক দেশ।
যা বলেছি নয় বাড়িয়ে তুমিই তোমার শেষ।।
নিরুপমা অলক লতা তুমিই তোমার রুপ।
পূজার ঘরে আসন তবে নমঃ জ্বালাই ধুপ।।