আমার বাড়ীর দক্ষিণ পাশে কাঁটাদাড়া বিল।
পানি তাহার স্বচ্ছ যেমন দুরের আকাশ নীল।।
বর্ষাকালে প্রবল তাহার স্রোতের ধারা দুর।
রাতের বেলায় হাওয়ার সনে বাজে মধুর সুর।।


পদ্ম শালুক সারি সারি শোভার অপরূপ।
হাজার পাখীর ডাকাডাকি হয়না কভু চুপ।।
দুইধারে তার সারি বাঁধা তাল খেজুরের গাছ।
জলে তাহার টেংরা পুটী কত নামের মাছ।।


সন্ধ্যা সকাল নানান পাখী পান করিতে জল।
কাহার আগে কে বসিবে মিছায় কলোহল।।
নাহিতে এসে পাল্লা সাঁতার গাঁয়ের ছেলের দল।
কাহার আগে কে চলিবে দুভাগ করে জল।।


তারই সাথে হেসে খেলে শৈশব কিশোর পার।
দুরে বসেও হৃদয় মাঝে করি অহংকার।।
সকল দোয়া তাহার লাগি এমনতর দিন।
হাজার বছর বয়ে চলে সকল বাধা হীন।।