কোন সে নামে ডাকি তোমায়
যেমন তোমার রুপ।
পারুল বকুল শিউলি হেনা
তবুও তুমি চুপ।।


ডাকবো তবে শুধুই আমি
আমার অধিকার।।
লোকের চোখে কৃষ্ণ তবে
আমার অহংকার।।


রুপ কুমারী রুপ মায়াবী
নেয়না জাদুর জাল।
কুশুম কলির ঘুম ভেঙ্গেছে
বসন্ত বাহার কাল।।


হাসনা হেনা নাইবা ডাকি
সন্ধ্যা কালের ফুল।
আঁধার রাতে হারিয়ে যাবে
ব্যাথায় হৃদয় কুল।।


গোলাপ জবা জুঁই চামেলী
বলবো তবে নয়।
বাড়ির বাহির লোক সমাগম
তাতেই আমার ভয়।।


লজ্জাবতি লাজুক লতা
বলবো কি গো তাই।
ছুঁইলে তবে লজ্জা পাবে
ঘোমটা তবে চাই।।


পদ্ম কমল শাপলা বলি
আমার হৃদয় ঝিল।
স্বচ্ছ জলে পবন মেলা
দুরের আকাশ নীল।।


ডাকবো তবে হৃদয় কথা
হৃদয় হতে সুর।
সন্ধ্যা তারা আমার ঘরে
করবে আঁধার দুর।।