এইনা দেখি ঘণ্টি বাজে মাহে রমজান।
মানব কুলে আল্লাহ তাআলার সত্যি বিশাল দান।।
নেকীর সুরজ হইল উদয় পাপের আঁধার দুর।
চলবে তুফান নেকীর হাওয়া, ভাসবে হাওয়ায় নূর।।


এই মাহিনে কোরআন নাযিল কদর ভরি রাত।
আল্লাহ যাহার করছে কবুল তাহার বাজিমাত।
সন্ধ্যা হতে সকাল যবে সকল খোলা দ্বার।
কি জানি কি জীবন কথা নাহি আসে আর।।


পড়বে কোরআন সকাল সাঁঝে যখন সময় পাও।
নেকীর বোঝা বোঝায় করো ঘাটে বাঁধা নাও।।
হর কদমে জিকির হবে আল্লাহ তাআলা এক।
সবার তরে ছিলারেহেম রাখবে খেয়াল নেক।।


জামাত বেঁধে পড়বে নামায নেকীর জোয়ার বয়।
রইবে জমা তোমার তরে নাই যে তাহার ক্ষয়।।
তাহাজ্জুতের রাখবে খেয়াল তিন প্রহরের রাত।
চাইবে সকল তাঁহার দ্বারে উঠাও দু’টি হাত।।


যত বেশি দান করিবে আল্লাহ নামে ভাই।
অনেক গুনে পাবে তাহার কোন হিসাব নাই।।
আল্লাহ তাআলা আপন হাতে রোজার দিবে মুল।
করবে পালন সঠিক তবে হয় না যেন ভুল।।