নাইবা পেলাম সুখের পরশ নাইবা অধিক ধন।
তাতেই বা কি চলছি পথে তৃপ্ত আমার মন।।
গাড়ি বাড়ি আরাম আয়েশ সবই আপেক্ষিক।
চলছে জীবন সমান গতি এটাই তবে ঠিক।।


মায়ায় ভরা এই মহীতে শুধুই মায়ার জাল।
সকল ছেড়ে যেতেই হবে বসত মহাকাল।।
তাহার তরে ধ্যান ধারণা মনের মাঝে তাই।
অনেক কিছু নাইবা পেলাম দুখের কিছুই নাই।।


চলার পথে পাথর নুড়ি ব্যাথার কথা তাই।
পাখির মত উড়বো তবে এমন খেয়াল নাই।।
দুই পায়েতে চলবো হেঁটে জীবন চলার পথ।
তাতেই বা কি নাইবা পেলাম চলার তরে রথ।।


মায়ার বাঁধন ছিন্ন হবে আপন ছেড়ে দুর।
সাক্ষাতে নয় কোনই কথা স্বপ্নে ব্যাথার সুর।।
সেই জাহানের কুশুম বাগে থরে থরে ঘর।
বইছে সাগর অমৃত সুধা সদাই সমান্তর।।