পরের তরে আপনা জীবন
করবে যারা দান।
সবার মুখে জয় জয়াকার
আল্লাহ মেহেরবান।।


ফুল কি কভু ভাবে এমন
জীবন চলার দিন।
সকাল দুপুর সন্ধ্যা আসে
বাজে মরণ বীণ।।


তবুও তাদের রুপ সুবাসি
বিলায় অনন্তর।
দখিন হাওয়ার পরশ পাবে
আশায় বাঁধে ঘর।।


মোমের বাতি জ্বলেতে যেমন
আঁধার করে দুর।
কেউ শুনেছে তাহার কভু
ব্যাথার করুণ সুর।।


ধুপ জ্বলেছে আপন মনে
খোশবু তাহার দান।
দুঃখ ব্যাথার নাই তো প্রকাশ
চায় না প্রতিদান।।


চন্দ্র যেমন দিবস বেলা
আলো কোরে ঋণ।
তিমির রাতে জোসনা কিরণ
স্বার্থ গরজ হীন।।


চলার পথে পাথর কাঁটা
যদি করো সাফ।
শেষ বিচারে পাবে রেহায়
গুনাহ হবে মাফ।।


এমন করে ভবের মাঝে
আমরা আপন জন।
সুখ ও দুখের মিলন মেলা
চলবে সারাক্ষন।।