বেজোড় নিশীথে করো ইবাদত বিশ রজনীর পর।
রমাজানের এই বড় ফজিলত নেকী বাঁধা থরেথর।।
সন্ধ্যা হইতে পোহাবে রজনী মসজিদে কিবা ঘর।
পড়িবে নামাজ জিকিরে দরূদ যবে নাহি দিবাকর।।


কদরের রাত পাইবে খুজিয়া রাত বড় মহিয়ান।
হাজারো মাসের অধিক জানিবে বড় তা মূল্যবান।।
রাব্বে কালাম শরীফে কোরআন নাজিলে মহান রাত।
জাগিয়া তাহার আয়াতে আয়াত করো তাই তিলাওয়াত।।


বড় ফজিলত এই নিশীময় জিকির ও দরূদে পাঠ।
বিনা মুলে তাই জমা করো ভাই নেকী ভরা এই হাট।।
নফলি নামাজ পড়িবে যতই নেকী পাবে শতগুণ।
ধুয়ে মুছে সাফ হবে পরিপাট পাপ নামি যত ঘুন।।


জাগিয়া নিশি করো ইবাদত না যেন হয় হেলা।
কিজানি কখন শেষ হয়ে আসে জীবন দিবস বেলা।।
যেখানে তখন হোক না নিবাস ভুলো নাহি ইবাদাত।
পেয়েছে যে জন ধন্য জনম ফজলে কদরে রাত।।