আশার তরী কিনারে আজো যাত্রা হয়নি শুরু।
স্বপনে গড়েছি তাজমহল এক মন যমুনায় মরু।।
জোয়ার ভাটায় গুনেছি প্রহর দিবস দিয়েছি পাড়ি।
কাননে ছিলো ফুল শত তাও নিয়েছে কেহবা কাড়ি।।


প্রভাতের রবি হয়নি যে দেখা অঘোরে রয়েছি ঘুম।
ভেবেছিনু তাই হয়নি সকাল অলস দিয়েছে চুম।।
কোথা মমতাজ রেশমী আঁচল উড়ছে দেখি তা দুর।
খন খনে বাজে হাতের চুড়ি কানে বাজে তার সুর।।


মুখে তার হাসি মেঘ রঙ্গে চুল মন জানে তাই হুর।
প্রিয়সী আমার সাড়া নাহি পাই পথ চলা তাই দুর।।
পাবো কি দেখা সেই সোনা মুখ যাহার আশাতে দিন।
কখনো বাজাই শানাই আবার কখনো খুশিতে বীণ।।