আমার ফাঁসি চাই।
যে আমি বধির- শুনতে পাইনা তোর চিৎকার।
যে আমি অন্ধ- দেখত পাইনা তোর নির্যাতন।
যে আমি খোঁড়া- যেতে পারিনা তোকে বাঁচাতে।
সেই আমার ফাঁসি চাই।
যে আমি ভিত- লিখতে পারিনা আপনার বিরুদ্ধে।
যে আমি বোবা- শ্লোগান দিতে পারিনা আপনার সম্মুখে।
যে আমি দূর্বল- পারিনা আপনাকে হটাতে।
ফাঁসি চাই ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।
যে আমি বিবেগহীন- অসহায়ের ছবি উঠাই।
যে আমি নির্লজ্জ- তোমার উকালতি করি, মিত্থে স্বাক্ষি বানাই।
যে আমি ক্ষমতাশালী- তোমার হাতে অস্ত্র তুলে দিয়েছি।
সেই আমাকে ফাঁসি দাও, শাস্তি দাও।
আমার বাঁচার নেই কোন আর অধিকার।।