সবই মায়া,কোথাও রৌদ্র,
কোথাও ছায়া,হ্যা,সবই মায়া ।


তোমার ঐ কাজল দুটি
চোখের মায়া,
তোমার বাতাসে খোলা
চুলের মায়া ।
পরন্ত বিকেলে,ছাদে পড়া,
তোমারই ছায়া ।
হ্যা,সবই মায়া,সবই মায়া ।


তোমার ঐ চাহনির মায়া,
তোমার ঐ কন্ঠের মায়া,
দূর আকাশে কালো মেঘে,
তোমারই কায়া,
হ্যা,সবই মায়া,সবই মায়া ।


তোমার একটু বিশ্বাসের মায়া,
তোমার লুকানো মিথ্যার মায়া,
আমার অজস্র নীরব
স্বপ্নের মায়া,
হ্যা,সবই মায়া,সবই মায়া ।


তোমার হেটে যাওয়া পথের মায়া,
জানালার পাশে দাড়িয়ে থাকার মায়া,
কল্পনাতে ভেসে আসে,
বারে বারে তোমারই ছায়া ।
হ্যা,সবই মায়া,সবই মায়া ।


           লিখিত:- 07.06.14    রাত-01:10