খুব ক্লান্ত আমি, খুব ব্যস্ত আমি,
একটু শান্তির পরশ পেতে,
গিয়েছিলাম,জনমানবহীন রঙিন দেশে ।


যেথা ছিল না, লোকে-লোকারণ্য,
ঘন সবুজের ছিল না'তো অরণ্য ।।


যেথা জলাশয় ভরা চারিধারে,
স্রোতহীন সেই নদীটির পাড়ে ।
ছিলাম সেথা দু'দিন আমার জীবনে ।।


নদীর পাশে,ছোট্ট একটা টঙে,
কাটিয়েছি দু'রাত, নতুন এক রঙে ।।


জীবনের কিছু স্মৃতি,
যেথা রাখিয়াছি ফেলে ।
সেথা বসে দু'দিন,
কাটিয়েছি সন্ধ্যা,হেসে-খেলে ।।


সেথা বসে গুণতাম
আকাশের ঐ তারা,
ঝিলমিল করে তারা
আমাকেও দিত সাড়া ।।


অন্ধকার রাতে,জোনাকীর সাথে,
বসতাম ছোট্ট একটা ট্রলারে ।।
নদীর কলকল ধ্বনির বেদনা
আর ঝি ঝি পোকারা, ডাকত আমারে ।।


সেথা একবার এসেছিল,
শ্রাবণের বৃষ্টি ।।
মধুময় সময়টাকে পূর্ণতা,
করেছিল সৃষ্টি ।।


সেথা বসে দু'দিন ছিলাম অঘোরে,
কষ্টও কিছু পেয়েছিলাম প্রকৃতির তরে ।।


রুক্ষ প্রকৃতি মনমরা থাকত সারাদিন,
সবুজের সমারোহ,নষ্ট করেছে নবীন ।।


এই ছিল আমার জীবনে,
স্মরণীয় দু'দিন ।।
ব্যস্ত ভূলোকে আর হয়ত,
পাব না কোনদিন ।।