তুমি শরতের সন্ধ্যায় আসবে,
একরাশ কাশফুল হাতে ।
বর্ষাতে আসবে, কদম নিয়ে,
প্রচন্ড বর্ষা আর তোমার ভালবাসাতে ।।


আমি বেলকোনিতে দাঁড়িয়ে থাকব,
তোমার পথ পানে চেয়ে ।।
তোমাকে ভেবে লিখব কবিতা,
কন্ঠে মোর রবে, তোমারও গান ।।


বারান্দার রিলিংধরে,
দূর পথের পানে চেয়ে,
আকব ছবি আনমনে ।।


কিংবা কোন শীতের সকালে,
শিশির ভেজা ঘাস মাড়িয়ে ।।
কুয়াশার ভিতর থেকে,
আমার তরে, আসবে তুমি !!!


অথবা,জোসনাময় কোন রাতে,
পুকুর পাড়ে, থাকব যখন একলা বসে ।।
হঠাৎ পিছনে, পিঠের উপর,
শীতল স্পর্শ পাব তোমার ।।
একটু অভিমানী হয়ে,
বলব,আসলে তুমি অবশেষে !!


রচনাকাল:-16/04/2014