নেশাতুর মন আমার,
খোজে কত যে নেশা ।
ঘূর্ণিময় ভূলোকে নেশা
খোজে, হার-হামেশা ।।


কখনো খোজে সে গাজা,
পেলেই সে দুনিয়ার রাজা ।
কখনো কখনো পায় সে মদ,
আনন্দতে তখন করে গদগদ ।


নেশাতুর শুধুই নেশাতুর,
মনে মনে ভাবে,আমিই চতুর ।


সমস্ত মহাকাল জুড়ে
আজ বাড়ছে শুধু নেশা,
নেশাতেই মিটে যেন,
তৃষ্ণার্ত পথিকের পিপাসা ।


কারো আছে টাকার নেশা,
কারো আবার কামের নেশা ।
অযথা বাড়ছে যুবক-যুবতীর,
অর্থহীন প্রেম-ভালবাসা ।


প্রতিটি মানুষ আজ নেশাখোর,
নেশার তালে ঢুলছে অঘোর ।


কারো আছে ঘুমের নেশা,
কবিতা লেখা কবির পেশা ।
কারো আছে জ্ঞানের নেশা,
প্রকৃতি-প্রেম কারো পেশা ।


আবার কিছু কিছু মানুষ আছে,
যাদের বকবকানীর নেশা ।
আর কিছু কিছু মানুষ আছে,
নীরবতাই তাদের পেশা ।


ঢুলছি ঘোরে, আমিও নেশাতুর,
তুমিও আছো, তুমিও নেশাতুর ।।