যখন বিবেকের কাঠগড়ায় আমি দাঁড়াই,আমি দিশেহারা, আমি উন্মাদ হয়ে যাই ।।


হাজার প্রশ্নের চাপে, আমি নির্বাক,হয়ত দু এক ফোটা অশ্রু ভেজায় চোখ ।।


তবু ফেলে আসা স্মৃতির মায়ায়, মাঝে মাঝে কে যেন ডাকে আমায় ।।


পিছু ফিরে কাউকে দেখতে পাই না, যে নতুন ভাবে বাচতে শেখাবে, যে নতুন করে পৃথিবী দেখাবে ।।


অথযা মনের বেলকোনিতে রং ঢং নিয়ে বসা হয়, কারো ছবি আকব বলে, বিবেকের আগমনে সব ফিকে হয়ে যায় ।।


বিবেক যেন কে ডি'র মত শান্ত ভাবে,আস্তে আস্তে সব বের করে নেয় । মগজের মাড়াই করে, এনে দেয় হাজারো প্রশ্নের মহামারী ।।


প্রতিটি প্রশ্নের উত্তর, আমার অবগত । আমার নিরবতা, আমার আঁখি জল বলে, আমি অপরাধী, আমি অপরাধী ।।


রচনকালঃ 11.01.2015
       রাতঃ 12:55