পারলাম না তোকে ভুলে থাকতে,
তোর কাছ থেকে দূরে পালিয়ে যেতে ।
বড্ড বেশি ভালবেসে ফেলেছি তোকে,
তোরই জন্য অপবাদ দিচ্ছে লোকে ।


আদর করে ডাকি তোরে চম্পাবতী,
সাত রাজার ধন, তুই যে হীরামোতি ।
তোকে ছেড়ে ক্যামনে থাকি দূর দেশে,
আয় না চম্পাবতী, আয় না তুই বধূ বেশে ।


সাজাও বাসর ঘন বরষার কদম ফুলে,
একটুখানি বাসো ভাল সব স্মৃতি ভুলে ।
ভুলেছি পুরনো স্মৃতি আর কষ্ট ভরা জীবন,
চম্পাবতী তোমাকে ভেবেই সাজিয়েছি ভুবন ।।


রচনাকাল: 26/06/15
     দুপুর সাড়ে তিনটে ।