স্বাধীনতার নেশায় বিভর মুক্তি সেনাদল,
স্বপ্ম ছিল মায়ের চোখে থাকবে না আর জল।
সোনার বাংলা সোনার মানুষ পাবে পতাকা,
ইতিহাসে থাকবে লেখা স্বাধীনতার কথা।
জনতার হবে জয় ফিরে পাবে সূখ,
হাসিমুখে মুক্তি সেনা পেতে দিল বুক।


দেখছি মোরা কি? বিজয়ের মাসে,
স্বাধীনতার মূল্যবোধ এখন কি আর আছে?
রাজপথে রক্ত,জনতার কষ্ট,
ক্ষমতার হাত বদল,কি আসে যায় তাতে?


বৃথা যাচ্ছে ভাই এর রক্ত, বৃথা স্বাধীনতা,
এমন কথা ভাবতে মোদের হৃদয় লাগে ব্যাথা।
দেশটা নিয়ে এমন করে খেলছো যারা ভাই,
তাদের জন্য নতুন করে মেসেস দিয়ে যায়।
আর নয়, আর নয়, নতুন করে ভাবো,
বিজয়ের মাসে সবাই সত্য পথে আসো।