আমারে করেছো ধন্য তুমি
পরান করেছো দান
য্তনা যাতনা ধেয়েছো যে তুমি
আমারই বাহুতে, হইতে প্রান।


আমি যে তোমার হলাম
কি যাদু বিনে কি পাহিলাম
হিসেব অঙ্ক সব যে গো গরমিল।


জ্যামিতি আর কোনা কোনা
মিলে মিশে যে কখনো রহিবেনা
এ কথা খানি জানিতে, একাকি একা...


তুমি
ছাড়িলে মোরে ঐ সূদুরে...
বুঝিয়ে দিয়াছো আর নহি আমি,
যদি বা তোমারই না হই।।


ওহ কালোকেশি
একবার ভেবেছো কি
আমি রব কি যাতনা পুষে
তোমারে বিনে সুখ আমার রহেনা গো সুখে।