আজ পর হয়েছি তো, অনেক_টা পথ হেটেছিও,আবার সব রঙ্গীন লাগছে, অনেক দূর থেকেও দেখছি, তবুও যেনো, অনেক আপন লাগছে। আদর করতেও মনটা এখনো চাইছে।


তবুও, যা হয়েছে, ভালো লাগছে, হাওয়ায় উড়ে যাওয়া কাটা ঘুড়ির মত স্বাধিন লাগছে। আকাশ, কেনো কাঁদছে ঐ রঙ্গীন ঘুড়ির কাঁধে।? কাঁদুক...আমার জন্য নিশ্চ্য় নয়।


                          আলো-তো জ্বলে, ঘরে আলো বাড়াতে, তাতেও পুড়ে যাচ্ছে যেনো আজ আমার ঘর! পুড়ুক।।


নিভিয়ে দিলাম ঐ আলোর চাঁদনি, চিমনিও না জলুক আজ আমার এই উদাস ঘরে...ভাবনাগুলো ভেঙ্গে যাক আশার প্রাচুর্যে । আজ থেকে আমার ঘুম না ভাঙ্গুক...নিথর হয়ে থাকুক আমার এই অসাড় দেহখানি, চলে যাওয়ার পথে আর না ফিরে আসুক ঐ অস্থিরতা।


কাঁদবোনা-তো বলেছি, হাতে কেনো তবুও পাপড়িগুলো লাগছে ভেজা ভেজা, ক্লান্ত আর হবো না বলেছি-তো, তবুও কেনো বুকটা উঠছে ডুকরে।


-----------------------------------------------