কি অবস্থা? কি খবর?
সুবিশাল আকাশ , পাহাড়, পর্বত, আমাজান
আর হিমালয় পেরিয়ে রকেটটি সহসাই
পতিত হলো বাবুই পাখির পালকের
পরশে।
এ যেনো টাইটানিকের বরফখন্ডকেও
হার মানায়।
অর্ফিয়াসের বাঁসরী যেখানে নতজানু
মহা ধ্বংশকারী টর্নেডো-
বিশ্ময়ে তাকিয়ে।
রাতের আকাশে চাঁদটি বার বার
মুখ লুকাচ্ছে! লক্ষ তারকা-
উঁকি মারছে আর মিলিয়ে
যাচ্ছে।
সর্বশেষ যে তারাটি
ছিটকে পড়লো সেটিকে মুঠ করে
ধরলাম। বালিশের নিচে
রেখে ঘুমিয়ে পড়লাম শেষে।


(farukier@gmail.com)


(রচনাকালঃ ০৭-০২-১৫
প্রকাশকাল: ২৪ মাঘ ১৪২১ (০৭-০২-২০১৫) শনিবার  
সময়: সকাল১১:১৬ মিনিট)