রক্ত ফোটা যেন লাল হীরামাণিকের মত জ্বলে
কালো পিচে সূর্য রশ্মি তার শোভা ডালে
ছিন্ন ভীন্ন ছেঁড়া রক্ত কাপড় তার রূপের শরীর
সুশীল সমাজের সু-গ্রাণ যেন নাকে চোখে অাঠে।।


কিছু সুশীল কাপড় ছেঁড়া লাল হীরামাণিকের ভীড়ে
তার মধ্যে কিছু সুশীল প্রতিবাদ সরূপ উচ্চ কণ্ঠ ঝাড়া
কেহ অাবার ধ্বিকার জানায় সে জমায়েত ভীড়ে
সবাই আবার নিরভে স্বপ্ন আঁকে লাল হীরামাণিকের খুজে।।