কাল সকালে ভোর হলে যদি শুনি
মুজিব এসেছে ফিরে
অামি একটুও অবাক হবোনা
বরং রক্ত রাঙা ফুল ঢেলে দেব তার চরণে
তার সর্বহারা  মাতৃভূমি প্রেমের বক্ষে
যত সব বেজন্মার বারুদের গন্ধ
অামি রক্ত দিয়ে দুয়ে মুছে দিব।।


সে অগ্নি স্ফুলিঙ্গ তর্জনী
যার গর্জনে অাজও কোটি বাঙালি
কোন দ্বিদা ছাড়া প্রাণ  উল্লাসে
অগ্নি কুন্ডে ঝাপ দিতে পারে।।


পারে অাসতে ফিরে
অাবার এই শ্যামল  বাংলার বুকে
এই লক্ষ তরুণের ক্রিয়ায় স্বপ্ন মুজিব
মুজিব থাকবে বেঁচে
এই পিতা হারা জাতির
সন্তানের রক্তে,স্বপ্নে কাজে।