অাজ বিরহের কিছু স্মৃতি
অাবার জাগলো মনে
সে চঞ্চলা কৈশোর অামায় শিখিয়ে ছিল
ভালবাসা কারে বলে,,,।।


না ছিল কিছু পাওয়ার
না ছিল কিছু চাওয়ার
শুধুই দু'জনার এক সাথে ক্ষ্ণণ
সর্গিয় অাবেশ ভাব অাবেগের।।।


কিছুই ছিল না অামরা দু'জনার
তারপরও ছিলাম পৃথীবির সেরা ধনী
জীবন নদীতে পূর্ণ নাব্যতা ছিল
কূল হারার ভয় কি নাহি জানি।।


অাজ বিরহের এই ক্ষণে
টাইটানিক জাহাজে ফের ফিরে যেথে চাই
রোজ অার জ্যাক যেভাবে হয়েছে যুগল
জীবন মৃত্যুর গভির মিলনে।।