সে প্রেমময় মুখখানি অাজও  দুনয়নে ভাসমান
শিশিরস্নাত যুগলতারা অপলক স্নেহময় ক্ষন
এসেছিল ভোরের হিমহাওয়াতে মিষ্টি ভারি নিয়ে
সাথে নিয়ে রবির ঝাপসা কোমল অালোর ডালি
চারদিকের তিমির মুছে এক হস্তে জল অন্য হস্তে ভাপা
খুভ দূরে নয়,,,কোমল কাছে এসে,,, মৃদু বায়ু স্বরে
দাদা বাবু অাপনার জল খাবার নিয়ে এলুম বলে দিল দোড়।
তার প্রতি পদক্ষেপে লজ্জিত কুয়াসার চাঁদরও দোড়ে পালায়
অার অামি অপলক আলতা চরণ,ভাপা চুমু দিয়ে
কর্ণ যুগল সচেতন করে তার মলের ঝংকার অাবিস্কারে ব্যস্ত
অমনি মনে পড়ে গেল অমার তো পরকালে বাস