এ বসন্ত, ফুল ফোঁটার নয়
এই ফাল্গুন, নিরান্দময়!


এ বসন্ত, আন্দোলনের,
এই ফাল্গুন, মাতৃভাষা বাংলা দাবিতে;
সালাম, বরকত, রফিকদের হারানোর।
এ বসন্ত সংগ্রামের, সোচ্চারের,
২১ কেন? ৮'ই ফাল্গুন হোক শোক স্মরণের ।


বাংলায় মরি,
বাংলায় বাঁচি ;
বাংলায় হোক স্মরণ।


যতদিন জীবন,
ততদিন মাতৃসংস্কৃতির হতে নাহি দেব মরণ!