রাস্তার জ্যামে আটকা পড়েছি,
পত্র পল্লব ছাড়া বিশাল ডাল পালা ছড়ানো একটি গাছ।
যেন এক মহাকালের সাক্ষী জানান দিচ্ছে নিজেকে।
আমার অতি প্রিয় গাছ,
যে গাছের মতো আমি
অথবা আমার মতো গাছ...


গাছের মাথায় দুটি কাক
তাদের ভালোবাসার গল্প করছে,
কিংবা সেটা নাও হতে পারে -
তারা হয়তো আমার মতো,
আমাদের মতো,
বিরহের আলাপও করতে পারে।


আমরা এখন কে কোথায় সেটা না জেনেও,
বিরহের আলাপ করি -
হয়তো সেটা কখনো কাক গুলোর মতো পাশাপাশি বসে না,
তারপরও তা সম্ভব হয়,
আমাদের ভালোবাসার গভীরতার কারনে।।