চলে যাবো বহুদূরে
নৈঃশব্দের দূর নগরীতে,
সেখানে আমি ভাসবো আনন্দে
সুখের শিয়রে।  
অথবা কাঁদবো অঝোর ধারায়
দস্তয়ভস্কির মত,
আঁধারের রাতে দূরে চলে যাবো
বহুদূরে ...


যেখানে কোনো শব্দ হবে না
শুধুই নিস্তব্ধতা,
কাজহীন, মানুষহীন জীবন
কেমন হবে তা?
রাত নামবে তার সমস্ত আধার নিয়ে
যেমনটি জমে আছে আমার মনেও,
কিংবা জোস্নার আলোয় ঝলমল চারিদিক
কিংবা তার কোনোটাই না ...


এলোমেলো চিন্তাভাবনায়
রাত কেটে  যাবে নির্ঘুম,
ভাবনার কোনো সমাপ্তি ঘটবে না
আর তারা কখনোও বাস্তবতায় ডানায় মিলবে না।
শুধু থেকে যাবে অচিনপুরের
অচিন বৃক্ষের মতো ।।