চলছে না জীবন,
ঠিক জীবন যেমন চায়।
কিছু না পাওয়াকে শুধুই নিজের করে পেতে চায় -
মিলছে না কিছুই,
কেমন যেন এলোমেলো,
ছড়ানো, বিক্ষিপ্ত আর খাপছাড়া।


ইচ্ছেগুলোকে হৃদয়ের সত্তার অনুভূতিতে লিখছি -
পুনর্বার স্বপ্ন আর ইচ্ছেকে,
অন্ধকার গলিতে খুঁজে ফিরছি।
অন্ধকারের ওপাশটাতেই আবির্ভাবের ইচ্ছার সুতীব্র আলো,
অন্ধকারের অমানিশার বর্ণিল ক্যানভাসে ক্রমশ হচ্ছে যে কালো।
শুন্যের মাঝে ইচ্ছে গুলো যখন স্বাধীনতার অধীনে
একটু ডানা মেলে,
তখনি ভাগ্যটা ভাগ্য নিয়ে খেলে।
ডুবে যায় সূর্য
নেমে আসে অমানিশা
আসার ঢেউ জাগায় চাঁদের আলো
হয়তোবা পূরণ হবে আমাদের স্বপ্নের ইচ্ছেগুলো।