সব কান্না থেমে যাবে
চোখের শেষ অশ্রুবিন্দুটিও শুকিয়ে যাবে,
আষাঢ়ের শ্রাবনের ধারা টুকু থেকে যাবে
থেকে থেকে সে আবার মনে করিয়ে দেবে কান্নাগুলোকে।  


আলো গুলো ধীরে ধীরে নিভে একাকার
হয়তো সে সাক্ষী হতে চাচ্ছে নিস্তব্ধতার,
থেকে যাবে জোস্নার আলো
নাহ, প্রকৃতি একেবারে হয়নি কালো।


বহেনা বাতাস আর আগের মতন
সম্ভাবনার মৃত্যুও নিকটেই,
মানুষের নিঃশ্বাস গুলো উৎকণ্ঠায়
এগুলোর কি ধ্বংস হবে?


উত্তপ্ত পৃথিবী
মানুষের হিংস্রতায়- নৃশংসতায়,
একি প্রলয়ংকারী কান্ড
কিন্তু আবারো শান্তির ফোয়ারা বইবে, তারাই করবে সব কিছু শান্ত।


মৃত্তিকার তৈরী মানুষ
একদিন হয়ে যাবে ধ্বংস,
পৃথিবী হারাবে তার আদি প্রাণ
কিন্তু কীর্তি গুলোকে কি হারিয়েছিল মহাকাল ?