পৃথিবীটা যেন করুন আর ভয়াবহ নিঃস্ব তার এক দর্পন,
এর উপাদান গুলোও তাই নিঃস্ব -
ব্যাতিক্রম হয়নি সৃষ্টির সেরার ক্ষেত্রেও,
তাই হাহাকারে কারো ভাবান্তর হয় না।  


সবাই ছুটছে দিন রাত অবিরাম,
হঠাৎ সব কিছু নিস্তব্ধ
হঠাৎই যেন সব কিছুর ছন্দপতন -
একেবারেই কি অবান্তর মনে হয় না সব কিছু ?


সৃষ্টিটাই ছিল কেবল আনন্দের,
তবে অনেক সময় ধ্বংসটা -
আনন্দের চাইতেও বেশি কিছু।  
ধ্বংস তো হবেই, তা সে একটু আগেই হোক না !