অন্ধকার যত গভীর হয়,
আলো তত তীব্র হয় ।
যন্ত্রনা যত গভীর হয়,
নির্বাণ তত মহান হয় ।


জীবন কি?
জীবন এক স্বল্পপ্রাণ ফুল,
তোমার সকল স্বপ্ন ও কল্পনা হচ্ছে -
সমুদ্রের ফেনার মতো,
ছায়া, কুয়াশা ও বজ্রের মতো ।
সেটা সত্যিই অনর্থক।  
কিন্তু সেটা অনর্থক হলেও,
আমাদের পূর্বনির্ধারিত নিয়তির ক্ষণকালীন মুহূর্তে-
সব কিছুই নিজ নিজ ভাবে অর্থপূর্ণ ।