পৃথিবী মুছে গেছে,
স্মৃতি অবসন্ন,
প্রতিরোধহীন ধূসর আমি -
মন পুড়ে যায় মনেরই দহনে ।


শহরের গলিতে, রাস্তায়
গায়ের ধুলো ভরা মাঠ আর গোধূলিতে -
আমি খুঁজে ফিরি,
আমার ভালোবাসাটুকু !
আর তাকিয়ে রই নিস্পলক,
যেন এই এখুনি দেখা মিলবে তার ।।


ঠিক তখনি বাধার সব দেয়াল পেরিয়ে
ভাবনার দেখা মেলে বাস্তবতায় ।
সে যেন জানিয়ে দেয় সেই আদিম সত্যকে-
যেখানে আমার অস্তিত্ব নেই আমারি ভালোবাসায় ।


যেখানে আমার বসবাস হয়,
শুধুই এক খন্ড একাকীত্বের সঙ্গে ।