-যখন কিছু পুরনো আবছা নীল স্মৃতির উড়ো মেঘ
ঘন করে আসে বুকের মাঝে. আর ভিজিয়ে দেয়-
বাস্তবের ভাঙা কাঁচের টুকরোকে;
তখন আমি খুঁজে পাই
পুরনো লাল রাংতাই মোড়া
সেই 'আমি' কে;
যে কালের আঙিনার সবুজ কচি ঘাসকে
মাড়িয়ে চলে গেছে অনেকদিন-
হয়তো তোমারই এই ভেজা শ্রাবণের জন্য ।


-তোমার অভিমানের খর রোদে
আমার শ্রাবণ আজ শুকনো ।
বাস্তবের কাঁচের টুকরো বিঁধেছে আমার পায়ে;
ভেবেছিলাম সেই ক্ষত ঝরা রক্তে
ঘাসে ফুটবে আবার নতুন ফুল ।
কিন্তু সব বৃথা,
ফুল তো কবে ফুটে ঝরে গেছে-
তোমায় অঞ্জলি দিতে ।


#প্রথম অংশটি আমার খুব কাছের বন্ধু পৌলমী'র লেখা। দ্বিতীয় অংশটি আমার।