ভাঙা দরজার পিছনে ধুলোয় স্নান করা ছেঁড়া পর্দা,
পাইন পাতায় ঝোলে কিছু উপন্যাস,
রোয়া ওঠা সোয়েটারে আটকে থাকে প্রেমের কবিতা,
পায়া ভাঙা টেবিলে রয়ে যায় কিছু অকেজো বই,
'স্মৃতির শহর'-এ জমাট বাঁধে শীতল অভিমান,
ডায়েরির পাতায় বন্দী হয়ে আছে মনখারাপ;
ছুঁড়ে ফেলতে পারিনা।
(#প্রথম লাইনটি tv তে হিন্দি cartoon দেখার সময় পেয়েছিলাম। তারই অনূদিত ও সামান্য পরিবর্তিত রূপ।)