অনন্তের অন্ত দেখেছি আজ ।
আজ জেনেছি- নারীর স্বামীও 'পয়সা';
পুরুষ নয় (নিঃসন্দেহে)।
রাস্তা পেরোতে গিয়ে বাস চাপা পড়া
অলক্ষুণে বেড়াল আর কারো রাস্তা কাটবে না।
শীত জর্জরিত উলঙ্গ কবিতাগুলো
বস্ত্রের দাবী জানিয়ে অনশনে বসে।


ছন্নছাড়া ছন্দহারা শব্দের দল
মেঘের লেপ ঢাকা দিয়ে শীতঘুমে ব্যস্ত।
ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়েছি
স্মৃতির হলদে একখানা ছেঁড়া পাতা।
পাতায় পড়েছে অনেক কলমের আঁচড়;
সঙ্গে কতশত লিপি-
যদিও এখনও পাঠোদ্ধার করতে পারিনি।


আর অসময়ে (সময়েও) বানভাসী হয়না।
নদীর কনারে শক্ত বাঁধ।
'Romanticism' আজ না হয় বাঁধের ওপারেই থাক;
সঙ্গে দশ টাকার নোংরা নোট গুলোও।
বেশ কিছু কাঁটা তারের বেড়া পেরিয়েছি,
আরও কয়েকশত পেরোতে হবে-
ছন্নছাড়া ছন্দহারা শব্দগুলোর ঘুম ভাঙাতে।