বিধাতার এক জটিল পরীক্ষায় আছি,
সম্ভবত পরীক্ষার ফলাফল ভালো নেই বললে চলে, জটিলতার বিশাল সমীকরণে, আয়ুকাল বিয়োগের দিকে, অথচ কী কোমল ছিল শৈশবকাল, কৈশোরের দিকবেদিক ছুটে চলা, দুরন্তপনা।
আজ যৌবনে ভয়ংকর বাস্তবতা মানতে মানতে জীবন অতিষ্ঠ হয়ে যাওয়া।
তারপরও" ক্ষুদ্র আয়ুকাল পরম সুখে থাকার তীব্র বাসনা লালন করে নতুন করে জীবনে ফিরে আসা"
এসব বুঝি উপরে যিনি আছেন, তার এই ইশারা।
কাকে কখন, কীভাবে, কী দিয়ে সামনে নিয়ে যান—সব হিসেব কষতে গেলে পরীক্ষার ফলাফল অর্জন ধারে-কাছে নেই।
প্রভু, তোমার এক গোলামের আকুতি,
সহজ-সরল করে দাও বাকি জীবনের সব নিয়মনীতি।"