অংশুমালী আলোর থলি, জ্বলে মহাশূন্যতায়
পৃথিবীকে ভেদ করে আলো জ্বালায় মৃত্তিকায়,
পৃথিবী ঘুরে বেড়ায় মহাকাশের কিনারায়
মৃত্তিকার ঘাস আমি আলোকিত জীবন চায়।
সকল মৃত্তে আপন চিত্তে অংশুমালী আলো ছড়ায়
পৃথিবী ঘূর্ণিপাকে আলো আঁধার খেল খেলায়,
পৃথিবী ঘুরে ফিরে সহোদর গ্রহ-তারায়
পৃথিবীর ন্যায় আমি, ঘুরি আলো অন্ধকায়।
মহাকাশে আঁধার নাই
আলো আঁধার হিসেব নাই,
নীলিমার নীলে ঠাসা
চির আলোর ঝলকায়।
পৃথিবী-পৃষ্ঠে ছায়া পরে-নিয়ম তাই;
আলো আঁধারের-নাটকীয় খেল খেলায়,
অংশুমালী আলোর থলি, জ্বলে মহাশূন্যতায়
নীলিমার আলো পেতে মন আমার কেদে যায়।