জানার আছে,আকাশের কাছে..
তার আয়তন কত-
যতই বড় হোক না
ভালোবাসায় নত-
সেই ভালবাসা, তোমাতে পেলাম
জীবন সাধনায়, পূর্ণ হলাম।(২)
এই নিখিলে, চোখ বুজিলে..
সাদা মেঘের মত-
যতই গলেই যাব, সঙ্গে তোমায় নিয়ে
উড়বো অবিরত।
তোমার নামেতে,জীবন সপে দিলাম।
সেই ভালবাসা, তোমাতে পেলাম
জীবন সাধনায়, পূর্ণ হলাম।(২)
এই জীবনে, খোদার দানে..
তুমি আলেয়ার আলো-
আলো হয়ে জ্বলবেই, আধার কাটবেই
আমায়..বাসবে ভাল।
তোমার আলোতে, জীবন খুজে পেলাম।
সেই ভালবাসা, তোমাতে পেলাম
জীবন সাধনায়, পূর্ণ হলাম।(২)