যদি সত্য বলাতে- আপন স্বজন হতে
পায় ব্যথা অনিবার-প্রতি পরতে পরতে,
নাই কিছু বলিবার-মতি হারাতে হারাতে
চাই থাকতে সততায়- আপন সত্য ধারাতে।
হোক নিঃসঙ্গে জীবন-কাটুক একাকিত্বে
মিথ্যের ফোটা জল- চাইনা মরণ তৃষাতে,
জেনো অসৎ হতে উত্তম-গভীর একাকিত্বে
মেনো স্বজন তোমার সে জন-যে স্থির সততে।
নাই মিথ্যের মাঝে-শান্তি গড়ে নাই
তাই এক মিথ্যে আরো মিথ্যে জাগাই,
মানুষ মিথ্যের বেড়াজালে বদ্ধ হয়ে যায়
তবুও সত্য আসে চলে- সত্যের মৃত্যু নাই।
সত্যের ভুবনে মিথ্যের নেই মানে
মিথ্যের ধ্বংস হবেই সূত্রগুণে,
অনিয়ম-অবিচার-অসৎ অবয়ারণ্যে
প্রহসনে ব্যর্থ জীবন-শুধুই অকারণে।
সত্য কথা বলতে, সত্যে অটুট থাকতে
মিথ্যে মোহ হতে, এড়ায় সতত নিজেকে,
স্বার্থের টানাপোড়াতে- মিথ্যের আশ্রয় নিতে
ব্যর্থ জীবন যাপিতে- হয় না যেন ভবেতে।